এ যেন অঘটনের বিশ্বকাপ। আসরের প্রথম দিনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। এবার জায়ান্ট বধের খেলায় মাতলো স্কটল্যান্ড। আজ (সোমবার) স্কটল্যান্ডের শিকার আসরের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪২ রানে পরাজিত করেছে স্কটিশরা।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৩ ওভারে ১১৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৮ রান (৩৩ বল) আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। হোল্ডারকে আউট করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন সাফিয়ান শরিফ।
পেস-স্পিন দুই বিভাগেই অসাধারণ ছিল স্কটিশ বোলারদের পারফরম্যান্স। শুরুটা করেন পেসাররা। দলীয় ২০ রানে কাইল মেয়ার্সকে ফেরান জশ ডেভি। দলীয় ৫৩ রানে উইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হয়।
১৪ রান করা এভিন লুইসকে মাইকেল জোনসের ক্যাচ বানান ডানহাতি পেসার ব্রাড হোয়েল। ম্যাচে ৩২ রানে তার শিকার ২ উইকেট।
পাওয়ার প্লে’র পর রানের গতি গমে যায় ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয় ব্যাটারদের চেপে ধরেন স্কটিশ স্পিনাররা। মার্ক ইয়াটকে খেলতেই পারেননি তারা। ৪ ওভারে ১৬ ডট দিয়ে ১২ রানে ৩ উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার ইয়াট। তার শিকারে পরিণত হন ব্র্যান্ডন কিং (১৭), আলজারি জোসেফ (০) এবং ওডিন স্মিথ (৫)। অফস্পিনার মাইকেল লিস্ক ৪ ওভারে মাত্র ১৪ রানে নেন ২ উইকেট। যার একটি উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটিশরা। সর্বোচ্চ ৬৬ রান এসেছে মানসির ব্যাট থেকে। ৫৩ বলে ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এই ওপেনার। শেষ ২১ বল থেকে ৩৫ রান তোলেন জর্জ মানসি ও ক্রিস গ্রিভস। ১১ বলে দুই চারে ১৬ রানে অপরাজিত থাকেন গ্রিভস।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার। ওডিন স্মিথের শিকার এক উইকেট।
হোবার্টের বেলেরিভ ওভালে টসে হেরে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মানসি ও মাইকেল জোনসের ব্যাটে দারুণ শুরু পায় তারা। ৫.৩ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেন মানসি-জোনস। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টির পর ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান জেসন হোল্ডার। নিজের পরপর দুই ওভারে হোল্ডার তুলে নেন জোনস (২০) ও ম্যাথু ক্রসের (৩) উইকেট।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক রিচি বেরিংটন। ১৪ বলে এক ছক্কায় ১৬ রান করে জোসেফের শিকারে পরিণত হন তিনি। ক্যালাম ম্যাকলিয়ড ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রানের ক্যামিও উপহার দিয়ে আউট হন। ম্যাকলিয়ডের উইকেট নেন ওডিন স্মিথ। দলীয় ১২৫ রানে জোসেফের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরত যান মাইকেল লিস্ক (৪)।