গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন: তদন্তের প্রথম দিন কমিটিকে যা বললেন নির্বাচন কর্মকর্তারা

গাইবান্ধা প্রতিনিধি

সংগৃহীত ছবি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে আজ মঙ্গলবার প্রথম দিনের তদন্ত সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তদন্তকাজ চলে। প্রায় সাড়ে সাতঘণ্টা নির্বাচনসংশ্লিষ্ট অন্তত ১৪০ জনের বক্তব্য শোনে তদন্ত কমিটি। গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে তদন্ত কমিটি তিনদিন ধরে মোট ৬৮৫ জনের বক্তব্য শুনবে।

প্রথম দিন ১১ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ৫৫ জন পোলিং এজেন্ট, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তি, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য নেওয়া হয়েছে।

universel cardiac hospital

তদন্ত শেষে নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের দিন আমরা কী দেখেছি, তা তদন্ত কমিটি আমাদের কাছে জানতে চান। আমরা তদন্ত কমিটিকে বলেছি, আমাদের কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে।’

এ ছাড়া আজ বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার শেষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক বলেন, ‘নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য আমরা যেসব কেন্দ্র দেখেছি, সেগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। সে সময় আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। এসব আমরা তদন্ত কমিটিকে জানিয়েছি।’

শেয়ার করুন