গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

গাজীপুরে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গ্যাস সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

universel cardiac hospital

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন জানান, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। এখনও দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সেসময় দগ্ধ মো. মিঠু (২৫) শুক্রবার মারা গেছেন। এরপর সোমবার সকালে মারা যান মো. পারভেজ (৩১) নামে একজন।

শেয়ার করুন