স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাঁসি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্রীকে (১১) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামরুল হাসান, শুক্কর আলি, আলি আকবর ও রবিউল ইসলাম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন ডলি বেগম। রায় ঘোষণার সময় মামলার তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে অন্য দুই আসামি রবিউল ও ডলি পলাতক।

universel cardiac hospital

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সদর উপজেলার ফতুল্লার বক্তাবলি ইউনিয়নের একটি ধানখেত নিয়ে ওই স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। পরে মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করলে দুই আসামি কামরুল ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৬ সালে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

শেয়ার করুন