‘ভারতের কাছে বিক্রি করা দামে’ রাশিয়া থেকে তেল কিনতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

‘ভারতের কাছে বিক্রি করা দামে’ রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে প্রস্তুত আছে পাকিস্তান। সরকারি সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, বন্যার কারণে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি বিবেচনায় ছাড়ে তেল আমদানিতে পশ্চিমাদেরও কোনো আপত্তি থাকবে না বলে আশা করছেন তিনি। ভয়াবহ বন্যায় দেশটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে রাশিয়া। এ অবস্থায় তেল রপ্তানি অব্যাহত রাখতে মূল্যছাড় দিয়েছে দেশটি। আর ছাড় দেওয়া এ মূল্যের সুযোগ নিচ্ছে ভারত। রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে নয়াদিল্লি।

অর্থমন্ত্রী ইসহাক দার আরও বলেন, বন্যার কারণে পাকিস্তানের ৩ হাজার ২৪০ কোটি ডলার সমপরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসন কাজের জন্য পাকিস্তানের ১ হাজার ৬০০ কোটি ডলারের বেশি প্রয়োজন।

শেয়ার করুন