সাড়ে ৫৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

পরে সভা শেষে সাংবাদিকদের প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার। তিনি বলেন, কমিটিতে তিনটি প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুই প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল (ক্রুড ওয়েল) আমদানি করবে। যার ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত এবং ১৬ লাখ টন অপরিশোধিত।

রাহাত আনোয়ার আরও বলেন, বিপিসির মাধ্যমে সৌদি আরব এবং আবুধাবির দুই প্রতিষ্ঠান থেকে থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। এ ছাড়া, বিপিসি জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করবে।

শেয়ার করুন