ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল, অব্যাহত থাকবে মানবিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গতকাল বুধবার বলেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে না ইসরায়েল। কিয়েভের বাহিনীকে শক্তিশালী করতে ইসরায়েল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরায়েল সম্পর্কে মারাত্মক অবনতি হবে বলে মস্কোর হুঁশিয়ারির দুইদিনের মাথায় ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এল। তবে ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন ইসরায়েলের এই মন্ত্রী। খবর এএফপির।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বেনি গ্যান্টজ বলেন, ইউক্রেন ইস্যুতে আমাদের নীতি পরিবর্তন হবে না। আমরা পশ্চিমাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব। আমরা অস্ত্র সরবরাহ করব না।

universel cardiac hospital

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য একটি সূক্ষ্ম কূটনৈতিক পন্থা অবলম্বন করে আসছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলার অভিযান চালিয়ে যেতে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। সিরিয়ায় বর্তমানে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে এবং সেখানে ইসরায়েল প্রায়ই ইরান–সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

শেয়ার করুন