চুয়াডাঙ্গায় জুতার ভেতর কোটি টাকার সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা
ফাইল ছবি

চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় জুতার ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকাল ৪টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদে সকাল ১০টার দিকে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের রাস্তার উপর অবস্থান নেয় বিজিবি। এসময় একজন সন্দেহভাজনকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির টহলদল। এসময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ০১ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।

শেয়ার করুন