ডেঙ্গুর প্রকোপ কমতে পারে নভেম্বরে: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। ফাইল ছবি

আগামী নভেম্বর মাসের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে ধারণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেছেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ এ মাসের শেষ থেকে আগামী মাসের (নভেম্বর) শুরুতে কমে আসবে বলে আমাদের প্রত্যাশা। মশকের প্রজনন ক্ষেত্র যেগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনায় যার যা করণীয়, সবাই যদি যথাযথভাবে তা পালন করেন, তাহলে অবশ্যই এটি সহনীয় অবস্থায় থাকবে।

ডেঙ্গু বাড়ার পেছনে অনেক কারণ কাজ করেছে জানিয়ে তিনি বলেন, এ বছর বর্ষা এসেছে দেরিতে। থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। বিষয়গুলো ডেঙ্গু বাড়াতে ভূমিকা রেখেছে।

শেয়ার করুন