মাইক্রোসফট এক হাজার কর্মী ছাঁটাই করেছে

মত ও পথ ডেস্ক

মাইক্রোসফট

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও কর্মী ছাঁটাই করেছে। এবার প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ থেকে অন্তত এক হাজার কর্মী ছাঁটাই করেছে বলে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে।

গত জুলাইয়ের পর থেকে এ নিয়ে মাইক্রোসফট তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করল। গত জুলাইয়ে পুনর্বিন্যাসের অংশ হিসেবে মাইক্রোসফট তাদের ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে। এতে সে সময় প্রতিষ্ঠানটির ১ হাজার ৮০০ কর্মী চাকরিচ্যুত হন।

universel cardiac hospital

গত জুলাইয়ে প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের পর আগস্টে মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের পর মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, ‘আজ আমরা অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছি। অন্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি।

শেয়ার করুন