বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ছবি : ইন্টারনেট

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হবে, ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণটা এমনই। একই রকম সমীকরণ আয়ারল্যান্ডের সামনেও। সেই দুই দল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছে আজ।

সেই ম্যাচে টস জিতেছেন উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

universel cardiac hospital

উইন্ডিজ দলে আছে একটি পরিবর্তন। ব্রেন্ডন কিং ঢুকেছেন দলে, তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে শামার ব্রুকসকে। ওদিকে আয়ারল্যান্ড অপরিবর্তিত দল নিয়েই নেমেছে এই ম্যাচে।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক/উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

শেয়ার করুন