আসাদগেটে বাসে ফিল্মি স্টাইলে ছিনতাই চেষ্টা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ের আসাদগেট এলাকায় ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা নামার আগে গাড়িতে পরিপূর্ণ রাস্তায় এমন ছিনতাইয়ের দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা।

এদিকে পুরান ঢাকার বাসিন্দা জর্ডান আসিফ নামের এক তরুণ মোবাইলে পুরো বিষয়টি ভিডিও করেন। পরে ফেসবুকে তার আইডিতে আপলোড করলে অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ যানজটের মধ্যে ছোটাছুটি করছেন। তাদের হাতে ধারালো অস্ত্র।

ঘটনার বিষয়ে জানতে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি বাসে করে বাসায় ফিরছিলাম। তখন সন্ধ্যা সাড়ে ৬টা। বাসটি আসাদগেট মোড়ে এসে থামলে কয়েকজন ছেলে আমাদের বাসের এক যাত্রীর মোবাইল টান দেওয়ার চেষ্টা করে। এই সময়ে তিনি চিল্লাচিল্লি করলে ছেলেদের কোমরে থাকা ছুরি বের করে কোপ দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, এ সময়ে বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা চিৎকার করে চালকের সহকারী ও কন্ডাক্টরকে দরজা আটকে দিতে বলেন। কিন্তু অস্ত্র হাতে ছেলেগুলো সব বাসে হামলা করে ভাঙচুর করার চেষ্টা করে। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, চালক গাড়ি দ্রুত টান দেন। ব্যস্ত রাস্তায় এমন ছিনতাইয়ের ঘটনা দেখে যাত্রীরা সব ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

‘তিনি সাধারণত মোটরসাইকেলে যাতায়াত করেন। কিন্তু বোন অসুস্থ থাকায় সেদিন তাকে হাসপাতালে রেখে বাসে ফিরছিলেন। যারা বাসের নিয়মিত যাত্রী, তারা বলছিলেন, এই জায়গায় এ রকম তরুণেরা প্রায়ই ঘোরাফেরা করেন এবং সুযোগ পেলেই মোবাইল টান দিয়ে নিয়ে যান।’

ভিডিওতে বাসের যাত্রীদের একজনকে বলতে শোনা যায়, কত বড় চাকু হাতে দেখছেন, এই দিন-দুপুরে বাসে ডাকাতি! মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আরেকজন যাত্রী বলেন, পুলিশ দেখলো, একটা বাঁশি ফুঁ দিলো আর চইলা গেলো। আর ওরা তো চাকু নিয়া ঘুরতাছে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। জড়িতদের আইনের আওতায় আনতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে।

শেয়ার করুন