টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস। এরপরও শক্তিশালী ইংল্যান্ডকে সহজে জিততে দিল না মোহাম্মদ নবি বাহিনী। ইংলিশরা ৫ উইকেটের জয় পেলেও খেলা গড়িয়েছে ১৯তম ওভার পর্যন্ত।
মাত্র ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের রানের চাকা ছিল মন্থর। ১৮ বলে ১৮ রানে ফেরেন ওপেনার ও দলনেতা জস বাটলার। আরেক ওপেনার অ্যালেক্স হেলস করেন ২০ বলে ১৯ রান। আর ৩০ বল খেলে মাত্র ১৮ রান তুলেন বাঁহাতি ব্যাটার ডেভিড মালান।
এছাড়া ২ রানে বেন স্টোকস ও ৭ রানে আউট হন হ্যারি ব্রুকস। এরপর আর উইকেট হারাতে হয়নি ইংলিশদের। সহ-অধিনায়ক মঈন আলিকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন লিয়াম লিভিংস্টোন। ২৯ রানে লিভিংস্টোন ও ৮ রানে মঈন আলি অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ দলনেতা জস বাটলার। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি আফগানদের। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল চারজন। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি খেলেন ইব্রাহিম জাদরান। এছাড়া ৩০ রানে উসমান গনি, ১৩ রানে নাজিবুল্লাহ জাদরান ও ১০ রানে রহমানুল্লাহ গুরবাজ আউট হন।
এদিকে ৭ রানে হজরতউল্লাহ জাজাই, ৩ রানে মোহাম্মদ নবি, ৮ রানে আজমতউল্লাহ ওমরজাই সাজঘরে ফেরেন। আর রানের খাতায় খুলতে পারেননি রশিদ খান, মুজিবউর রহমান ও ফজলহক ফারুকী। আর ২ রানে অপরাজিত থাকেন ফরিদ আহমেদ।
ইংল্যান্ডের পক্ষে মাত্র ১০ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন বাঁ-হাতি পেসার স্যাম কারেন। এছাড়া মার্ক মার্ক উড ও বেন স্টোকস দুটি করে উইকেট নেন। আর একটি উইকেটের দেখা পেয়েছেন ক্রিস ওকস।
ম্যান অব দ্য ম্যাচ: স্যাম কারেন