রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই বেসামরিক লোক নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই তথ্য জানিয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরদ অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার হামলার তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যাডকভ বলেন, বেলগোরদের শেবেকিনো শহরে বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণ হয়েছে। এতে দুই বেসামরিক লোক নিহত হয়েছে। এই হামলার কারণে অন্তত ১৫ হাজার মানুষ বিদ্যুৎহীন। তবে রুশ ভুখণ্ডে ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে কি না সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
এদিকে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাতজুড়ে আজ শনিবার ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। জেলেনস্কি সামাজিক মাধ্যমে বলেছেন, আগ্রাসীরা আমাদের দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। রাতে শত্রুরা ৩৬ টি রকেট হামলা চালিয়েছে। তবে বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
এই হামলার কারণে ইউক্রেনজুড়ে ১০ লাখের বেশি পরিবার অন্ধকারে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে।