খ্যাতিমান সাংবাদিক রায়হান চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতি-বাণিজ্য বিষয়ক খ্যাতিমান সাংবাদিক রায়হান এম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

প্রথিতযশা সাংবাদিক রায়হান চৌধুরী লিভার সিরোসিসে আক্তান্ত ছিলেন। তিনি অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক পত্রিকা ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের’ সিনিয়র নিউজ কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ‘ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার’ (বিজেএফডি) পক্ষ থেকে সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁরা বিবৃতিতে বলেন, ‘রায়হান চৌধুরীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’ এছাড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ প্রকাশ করেছে। তিনি জাতীয় প্রেসক্লাব, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। তিনি ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সাবেক উপদেষ্টা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রায়হান চৌধুরীর প্রথম জানাজার নামাজ হবে। এরপর জাতীয় প্রেসক্লাবে বিকেল ৫ টায় তাঁর দ্বিতীয় জানাজার নামাজ হবে। এশার নামাজের পর রাজধানীর পূর্ব হাজিপাড়া জামে মসজিদে তাঁর তৃতীয় জানাজার নামাজ হবে।শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন এ সাংবাদিক।

শেয়ার করুন