তৃতীয় মেয়াদ নিশ্চিত করে সি বললেন, চীনকে বিশ্বের প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

চীনে ঐতিহাসিকভাবে তৃতীয় মেয়াদে নেতৃত্ব নিশ্চিত করলেন সি চিন পিং। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক মাও সে-তুংয়ের পরই সির অবস্থান পোক্ত হলো। মাও গণপ্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠাতা। খবর এএফপির। আজ রোববার চীনা কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটি আবারও সিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

নির্বাচিত হওয়ার পর সি চিন পিং গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘চীনকে বিশ্বের প্রয়োজন। চীন বিশ্বকে ছাড়া উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।’ ২০তম কংগ্রেসে নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সি চিন পিং, লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, ডিং জুয়েজিয়াং ও লি জি মিট। বেইজিংয়ে গ্রেট হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই কমিটিতে সির ঘনিষ্ঠ কয়েকজন মিত্র রয়েছেন। সাবেক সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং গ্রেট হল অফ পিপলের মঞ্চে প্রেসিডেন্ট শি’র পেছনে ছিলেন। আগামী মার্চে লি কেকিয়াং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

শেয়ার করুন