ইমরান খান ‘সনদধারী চোর’: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ‘সনদধারী চোর’ বলে আখ্যায়িত করেছেন। তোশাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণা করার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন শাহবাজ। দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, আইনমন্ত্রী আজম নাজির ও উপদেষ্টা আতাউল্লাহ তারারকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহবাজ এসব কথা বলেন।

ইমরানের ‘অযোগ্যতার’ বিষয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, তার পূর্বসূরি ‘সনদধারী মিথ্যাবাদী ও চোর’ হিসেবে প্রমাণিত হয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এটি ইমরানের কর্মের ‘প্রতিফলন’। শাহবাজ অভিযোগ করে বলেন, ইমরান ‘কারচুপি’ করে ক্ষমতায় এসেছিলেন।

universel cardiac hospital

ইমরান দাবি করেছিলেন, রাষ্ট্রীয় উপহারগুলো নিলাম করে অর্থ সরকারি কোষাগারে যাবে। ইমরান পাকিস্তানকে অসম্মান করেছেন উল্লেখ করে শাহবাজ বলেন, আমি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও স্বীকার করছি রাষ্ট্রীয় উপহার বিক্রির টাকা রাজকোষে জমা দিলে জাতি আপনাকে স্যালুট করতো।

শেয়ার করুন