আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তার বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাকিংহাম প্রাসাদ থেকে বের হয়ে ঋষি সুনাক তার নতুন বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন। তিনি ভাষণে উল্লেখ করেন—সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার শাসনামলে বেশ কিছু ভুল করেছেন। এ সময় তিনি বরিস জনসনকেও ধন্যবাদ জানান।

universel cardiac hospital

ঋষি সুনাক তার ভাষণে জাতিকে ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করব। কেবল কথায়ই নয়, কাজেও আমি তা প্রমাণ করে দেব। আমি সারাদিন কাজ করব এবং দিন শেষে আপনারা আমার কাজের ফলাফল দেখতে পাবেন।

শেয়ার করুন