ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত: দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (ফাইল ছবি)

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৪১৯টি উপজেলার ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার হেক্টর ফসলি জমি ও ১ হাজার মৎস্য খামার। এ ছাড়া বিভিন্ন জেলায় বেশ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ১০ লক্ষাধিক লোক আশ্রয় নিয়েছিলেন। রাতে ঝড় কমে যাওয়ায় আশ্রিত লোকজন বাড়ি ফিরে যান।

শেয়ার করুন