ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বিদায় নেওয়ার পর আবহাওয়া প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। এ অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ‘সিত্রাং’ সুস্পষ্ট লঘুচাপের পর ভারতের আসামে গিয়ে লঘুচাপ ও শেষে নিঃশেষ হয়ে গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ও সোমবার ভারি বৃষ্টির পর এখন প্রায় বৃষ্টিহীনতা সারাদেশে। তবে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও উঠিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজার হাটে সবেচেয়ে বেশি ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকটি স্থানে ১ থেকে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ময়মনসিংহ ও সিলেটের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান তিনি।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।