মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগের তথ্য পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

বাধ্যতামূলক অবসরে পাঠানো মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সংরক্ষিত ডেটাবেজে তল্লাশি করে এ সংক্রান্ত কোনো মামলা বা অভিযোগ অনুসন্ধানের জন্য উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এই তথ্য তুলে ধরেন দুদকের আইনজীবী।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে ১৬ অক্টোবর জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ‘অর্থ কেলেঙ্কারিতে চাকরি হারালেন সচিব মকবুল’ এমন শিরোনামে ১৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়, যা ১৮ অক্টোবর আদালতের নজরে আনা হয়। সেদিন আদালত মকবুলের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে (আর্থিক অনিয়ম) দুদক অবগত কি না, কোনো পদক্ষেপ আছে কি না, তা দুদকের আইনজীবীকে ২৭ অক্টোবর জানাতে বলেন।

universel cardiac hospital

এর ধারাবাহিকতায় আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে ওই তথ্য তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। শুনানি নিয়ে আদালত আগামী ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রেখেছেন।

শেয়ার করুন