বৃষ্টির কবলে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ, টসে বিলম্ব

ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে বৃষ্টির কারণে তুমুল বাধার সম্মুখিন। দুটি ম্যাচ এরই মধ্যে বাতিল হয়ে গেছে। একটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের। কিন্তু সকাল থেকেই বৃষ্টি। যে কারণে এরই মধে জানিয়ে দেয়া হয়েছে, বৃষ্টির কারণে টস করতে বিলম্ব হবে।

universel cardiac hospital

বৃষ্টির তোড় ক্ষণে ক্ষণে বাড়তেছে। উইকেট ত্রিপলে ঢেকে দেয়ার পর কিছুক্ষণ আগে বোলিং রানআপও ঢেকে দেয়া হয়েছে। এর অর্থ, বৃষ্টি বেড়েই চলছে। সুতরাং, কখন টস হবে, কখন খেলা শুরু হবে, তা নির্ভর করছে পুরোপুরি বৃষ্টির ওপর।

আফগানিস্তানের একটি ম্যাচ এরমধ্যেই বৃষ্টিতে বাতিল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তারা মাঠেই নামতে পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংলান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছে। ফলে আয়ারল্যান্ডই এখন রয়েছে সুবিধাজনক অবস্থায়।

শেয়ার করুন