ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। গোলাম ফারুক বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন গোলাম ফারুক। পরে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

তখন তিনি ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন।

শেয়ার করুন