নভেম্বরে ভারত সফর করতে পারেন যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান নভেম্বরে ভারত সফর করতে পারেন। শনিবার (২৯ অক্টোবর) ইকোনমিক টাইমসের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জি-২০ সম্মেলনের আগে এই সফর দুই দেশের জ্বালানি, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সৌদি আরব হচ্ছে ভারতের চতুর্থ বড় বাণিজ্যিক অংশীদার। ভারত ১৮ শতাংশের বেশি ক্রুড অয়েল দেশটি থেকে আমদানি করে। ২০২১ সালের শেষ নয় মাসে দুই দেশের মধ্যে ২৯ দশমিক ২৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়।

এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র ও সৌদি রাজ পরিবারের মধ্যে টানােপেড়েন তৈরি হয়েছে। তারপরও চলতি মাসের শুরুর দিকে সৌদির জ্বালানিমন্ত্রী দিল্লিতে ভারতের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সম্প্রতি এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্ররা (একসঙ্গে বলা হয় ওপেক প্লাস)। তাদের এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের পাশাপাশি উদ্বেগ তৈরি করেছে।

শেয়ার করুন