যৌথভাবে নতুন সেনাপ্রধান বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন ইমরান: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে এক মাস আগে এ প্রস্তাব দিয়েছেন ইমরান। খবর জিও নিউজের।

গতকাল শনিবার লাহোরে ব্লগারদের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। এ সময় ব্লগারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিটিআইপ্রধান ইমরান খান আলোচনার মধ্য দিয়ে দুটি বিষয় সমাধানের প্রস্তাব দিয়েছেন। প্রথম বিষয়টি হলো সেনাপ্রধানের নিয়োগ এবং দ্বিতীয় বিষয়টি হলো আগাম নির্বাচনের আয়োজন।

universel cardiac hospital

আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বর্ধিত মেয়াদও শেষ হবে। শাহবাজ শরিফ আবারও বলে দিয়েছেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগের কাজটি সংবিধানের সঙ্গে সংগতি বজায় রেখে করা হবে। শাহবাজ শরিফের ভাষ্যমতে, পরবর্তী সেনাপ্রধান নিয়োগে ইমরান খান তার কাছে তিনটি নাম পাঠানোর প্রস্তাব দিয়েছেন এবং তাকেও (শাহবাজ) তিনটি নাম সুপারিশ করতে বলেছেন।

শেয়ার করুন