রাজধানীতে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানী ঢাকার পশ্চিম রামপুরার একটি বাসা থেকে মো. নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর স্বজনদের কাছে জানা যায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

নিহত নাদিমের চাচা মসিউদ্দিন বলেন, আমার ভাতিজা ইউটিউবার ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে- এ বিষয়ে আমরা কিছু জানি না।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার কাটবনিয়ায়। পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় থাকতো তারা।

শেয়ার করুন