সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী পরিবহনের ধর্মঘট চলছে। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে পুরো জেলায় পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে।

কাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত ধর্মঘট চলার কথা আছে। তবে আজ সন্ধ্যার পর জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এতে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে। জানতে চাইলে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, আজকেই ধর্মঘটের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

universel cardiac hospital

তবে এর আগে রোববার জেলা প্রশাসক মজিবর রহমান বলেছিলেন, পাথর কোয়ারি খুলে দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনের নেই। বিষয়টি তিনি পরিবহননেতাদের জানিয়েছেন। তবে ৩ নভেম্বর মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সিলেটে আসার কথা আছে। ওই প্রতিনিধিদলের কাছে পরিবহননেতাদের দাবি উপস্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরিবহনশ্রমিক ও মালিক সংগঠনের নেতারা বিষয়টি মানেননি।

শেয়ার করুন