ঠাকুরগাঁও থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

ঠাকুরগাঁও প্রতিনিধি

গেল কদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। অনেকেই ফেসবুকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন। তারা উপভোগ করছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য।

প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের প্রায় শেষ পর্যন্ত ভোরবেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উত্তর-পশ্চিম দিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সূর্যের কোমল আলোর ছোঁয়ায় সোনালি রং ভেসে আসে এই পর্বতশৃঙ্গে। কয়েক ঘণ্টা পর আবার হাওয়ায় মিলিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গিয়ে পর্যটকেরা যে কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করেছেন, তা এখন ঠাকুরগাঁওয়ের মাটিতে দাঁড়িয়েও দেখা যাচ্ছে।

universel cardiac hospital

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে সূর্যোদয়ের পর থেকে দিনভর স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাসপাড়া এলাকার উত্তর-পশ্চিমের নীল আকাশে ভেসে উঠে ঝকঝকে সাদা রঙের কাঞ্চনজঙ্ঘা। সেই পথ ধরে বালিয়াডাঙ্গী যেতে যেতে আরও স্পষ্ট হয়ে উঠে কাঞ্চনজঙ্ঘার রূপ।

শেয়ার করুন