৭ বলে ২০ রান দরকার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

লিটন-মুশফিক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলকে
ওপেনার লিটন দাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে জয়ের জন্য ৭ বলে ২০ রান দরকার বাংলাদেশের। আর্শদীপের পর জোড়া উইকেট পেলেন হার্দিক পান্ডিয়াও। ১৩তম ওভারের দ্বিতীয় বলে নিয়েছেন ইয়াসির আলির উইকেট। পঞ্চম বরে ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১০৮ রান।

বৃষ্টির পর থেকেই বাংলাদেশের ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে। ১২তম ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট নিলেন আর্শদীপ। প্রথম বলে আউট করেছিলেন আফিফ হোসেনকে। পঞ্চম বলে নেন সাকিব আল হাসানের উইকেট। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০১ রান।

universel cardiac hospital

আফিফের মতো প্রায় একই লেংথ থেকে অর্শদীপ সিংকে একই ধরনের শট খেলতে গেলেন সাকিব আল হাসান, ফিরতে হলো তাকেও। বদলি ফিল্ডার দীপক হুডা ভুল করেননি, বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন ১২ বলে ১৩ রান করে।

লিটন দাস আউট হওয়ার কিছুক্ষণ পরেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। দশম ওভারের প্রথম বলে মোহাম্মদ শামিকে তুলে মারতে গিয়ে লং অনে সূর্যকুমার যাদবের তালুবন্দী হন শান্ত। ২৫ বলে ২১ রান করেন এ বাঁহাতি ওপেনার।

রবিচন্দ্রন অশ্বিনকে লেগ সাইডে ঠেলে দুই রান নিতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ডিপ মিড উইকেট থেকে নন-স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রো করেন লোকেশ রাহুল। রান আউটে কাটা পড়েন লিটন দাস। ২৭ বলে ৬০ রান করেন লিটন।

শেয়ার করুন