কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল

নিজস্ব প্রতিবেদক

কেয়ার মেডিকেল কলেজ

রাজধাানী ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একাডেমিক মান সম্পর্কে বিধিমালার শর্ত পূরণ করতে না পারায় মেডিকেল কলেজটির অনুমোদন বাতিল হয়েছে।

বুধবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদন বাতিলের কারণ হিসেবে এতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার শর্ত পূরণ না করায় মেডিকেল কলেজটির অনুমোদন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত পাঁচ বছরে কলেজ কর্তৃপক্ষ কলেজটির মানোয়ন করতে পারেনি এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে গঠিত পরিদর্শন কমিটি কর্তৃক কেয়ার মেডিকেল কলেজ সর্বশেষ ২০২২ সালের ১৪ জুন পরিদর্শন করা হয়। পরিদর্শন প্রতিবেদন অনুসারে কলেজটিতে সুষ্ঠু একাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, বিদ্যমান হাসপাতাল ও কলেজের নামে নিজস্ব জমি নেই, মেডিকেল কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে অবস্থিত নয়, হাসপাতালের বেড অকুপেন্সি ৭০% এর স্থলে মাত্র ১০% রয়েছে। সর্বোপরি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১১ (সংশোধিত) এবং বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনার ন্যুনতম শর্ত পূরণ করতে পারেনি।

এর আগে গত ২৩ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

২০১৩ সালে মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এই বেসরকারি এই মেডিকেল কলেজে। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা পরিপূর্ণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাতিল হয় কলেজের সনদও।

নানা সময়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটিতে শিক্ষার কোনো ধরনের পরিবেশ নেই। শ্রেণিকক্ষ, ল্যাবসহ নানা প্রয়োজনীয় জিনিসের সংকট প্রকট। শিক্ষাদান ও প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত শিক্ষকও নেই। এছাড়া বিএমডিসির রেজিস্ট্রেশনের আওতায় না থাকায় তারা ইন্টার্নশিপ করতে পারেন না।

শেয়ার করুন