প্রোটিয়াদের পরিবর্তিত লক্ষ্য ১৪ ওভারে ১৪২

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটির মাধ্যমে নির্ধারণ হবে, পাকিস্তান টিকে থাকবে নাকি বিদায় নেবে। দক্ষিণ আফ্রিকা জিততে পারলে সেমির পথ প্রায় নিশ্চিত করে ফেলবে।

কিন্তু প্রায় প্রতি ম্যাচেই যেভাবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাতে করে সবারই প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে আবহাওয়া তথা বৃষ্টি। সিডনিতে আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বৃষ্টির বাধা।

পাকিস্তানের ৯ উইকেটে করা ১৮৫ রানের জবাব দিতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় নেমেছে বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির পর অবশেষে খেলা শুরু হতে যাচ্ছে এবং বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ওভার কেটে নেওয়া হয়েছে ৬টি।

নতুন পরিবর্তিত লক্ষ্য নির্ধারণ করা হলো ১৪ ওভারে ১৪২ রান। ৯ ওভারে ৬৯ রান করার ফলে বাকি ৫ ওভারে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৭৩ রান।

শেয়ার করুন