এটা সত্যি কথা, মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে বৈশ্বিক সংকটকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তিনি বলেছেন, ‘দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

এ সময় এক সাংবাদিক বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চান, এক মাস ধরে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে মানুষের সংসার আর চলছে না, বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা সত্যি কথা যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু এ কষ্টে সরকারের চেয়ে বৈশ্বিক কারণটা বেশি দায়ী।

তিনি বলেন, বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না। প্রত্যেক মানুষের জীবনে কখনো ভালো কখনো খারাপ সময় থাকে। সময়টা যে এখন খারাপ যাচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।

শেয়ার করুন