টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিজেদের শেষ ও দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অ্যাডিলেড ওভালের এ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবি। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া দল।

এর আগে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমি প্রায় নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। তাই অস্ট্রেলিয়ার জন্য এ ম্যাচে জয় পাওয়া খুব দরকারি। কারণ এ গ্রুপে বর্তমানে সেমিতে ওঠার লড়াইয়ে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড।

universel cardiac hospital

চারটি করে ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গ্রুপের ২ ও ৩ নম্বরে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডের থেকে রানরেটে অনেকটা পিছিয়ে আছে অসিরা। অন্যদিকে আফগানদের বিদায় অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় ও দুটি ম্যাচে পয়েন্ট ভাগ করেছে তারা।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, দারউইশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

অস্ট্রেলিয়া একাদশ

ক্যামেরুন গ্রিন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

শেয়ার করুন