বায়ুদূষণে নয়াদিল্লিতে স্কুল বন্ধ, অর্ধেক কর্মীকে হোম অফিসের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর এখন নয়াদিল্লি। শীতকাল শুরু হতে না হতেই শহরটিতে বায়ুদূষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দিল্লি সরকার শনিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে দিল্লির অর্ধেক সরকারি কর্মীকে ঘরে থেকে অফিসের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্স ও এএনআইয়ের।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেন, বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শনিবার থেকে দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। পাশাপাশি এর ওপরের শ্রেণিগুলোর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে সহশিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। জোড়-বিজোড় ভিত্তিতে যান চলাচল নিয়েও চিন্তাভাবনা চলছে।

universel cardiac hospital

আজ শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কেজরিওয়াল এ ঘোষণা দেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো নয়াদিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ বিরাজ করছে।

শেয়ার করুন