মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল না দেওয়ার আহ্বান অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লেইং
মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লেইং। ফাইল ছবি

মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি অভিযোগ করেছে, ওই জ্বালানি ব্যবহার করে বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

গত বছর থেকেই মিয়ানমারের অবস্থা টালমাটাল। সে বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। তখন থেকেই দেশটিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অনেকেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন। তাদের দমন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

universel cardiac hospital

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তাই তাদের কাছে জেট ফুয়েল সরবরাহের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকেই ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার।

শেয়ার করুন