ফরিদপুর-২ সংসদীয় আসনে উপনির্বাচন আজ শনিবার। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ আসনে ইভিএমে ভোট নেওয়া হবে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্রতি তিন কেন্দ্রে একজন করে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক থাকবেন।
এ নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা) ও খেলাফত আন্দোলন প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন।
পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫৫, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ১১৬, হিজড়া একজন। মোট ভোট কেন্দ্র ১২৩টি। ভোট কক্ষ ৮০৬টি। নগরকান্দার তালমা ইউনিয়নের বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী গোলাম মাহমুদ বলেন, আমরা কেন্দ্রে পৌঁছেছি। ভোটের জন্য বুথ ও বেষ্টনী তৈরি করেছি।
আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ ৩৬ বছর নগরকান্দা-সালথায় রাজনীতি করেছেন। এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন তিনি করেছেন। মায়ের অসমাপ্ত কাজ আমি শেষ করতে চাই।
গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনটি শূন্য হয়।