প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় মহিলা দলের নেত্রী সুলতানা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুইদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আজ রোববার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ আজ সুলতানা আহমেদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন। আজ বরিশালে বিএনপির সমাবেশ থেকে ঢাকায় ফেরার পর গুলশানে যাচ্ছিলেন সুলতানা আহমেদ। পথে র‍্যাব-৩–এর একটি দল তাকে আটক করে।

universel cardiac hospital

পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সুলতানা আহমেদের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্টন থানা–পুলিশ। উভপক্ষের শুনানি শেষে আদালত সুলতানা আহমেদের দুইদিন রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, সুলতানা আহমেদ সম্প্রতি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ ও বিচার বিভাগ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।

শেয়ার করুন