সেই ইবতিশামকে ‘হিরো’ বললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

লংমার্চে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনসভায় প্রাণঘাতী হামলা চালানো হয় তার ওপর। পায়ে চারটি গুলি লাগে। এখন হাসপাতালেই চিকিৎসাধীন। হামলা বানচাল করে দিয়ে হামলাকারীকে যিনি ধরেছিলেন, সেই ইবতিশামকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান। ‘হিরো’ বলেই সম্মোধন করলেন সেই যুবককে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘আজাদি মিছিল’ চলার সময় হামলা চলে ইমরান খানের ওপর। একে-৪৭ দিয়ে গুলি করা হয় ইমরান খান ও তার পাশে দাঁড়িয়ে থাকা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের। প্রাণে রক্ষা পেলেও চারটি গুলি লাগে ইমরান খানের ডান পায়ে। গত শুক্রবার সংবাদমাধ্যমকে ইমরান খান বলেন, খোদা আমায় দ্বিতীয় জীবন দিয়েছেন। তার জন্য অশেষ ধন্যবাদ।

universel cardiac hospital

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হামলাকারীকে আটক করেছিলেন ইবতিশাম। এরপর ইমরান তার সঙ্গে দেখা করেন। ইবতিশামের সঙ্গে দেখা করে ইমরান বলেন, ‘তুমি পাকিস্তানের হিরো। অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছ। আমার এটা খুব ভালো লেগেছে।’

শেয়ার করুন