নারীদের বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্টে ভুটান অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে আবারও উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯-০ গোল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আগের মাচের মতো এবারও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন উদীয়মান তারকা ফুটবলার সুরভী। শুধু হ্যাটট্রিক বললে ভুল হবে, করেছেন ডাবল হ্যাটট্রিক।
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। সেই ম্যাচে সুরভীর হ্যাটট্রিকে ভুটানকে হারিয়েছিল ৮-০ গোল ব্যবধানে। কিন্তু দ্বিতীয় ছন্দপতন ঘটে বাংলাদেশের। নেপালের কাছে হেরে যায় ১-০ গোল ব্যবধানে।
ওই হারের ফলে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে খানিকটা পিছিয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে আবারও জয়ে ফিরল বাংলাদেশ। তাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। সেই সুবাদের ১৫তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে যায় দল। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সুরভী। প্রথমার্ধে আসে আরও দুই গোল। তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ হয় তার। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন সুরভী
বিরতির পর খেলতে নেমেই চলতি টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল পূর্ণ করেন সুরভী। ৫৫তম মিনিটে ব্যবধান ছয়গুন করেন মিতু। পরবর্তী সময়ে আসে আরও তিনটি গোল। এই গোলটি তিনটি করেন আয়েশা আক্তার, রিতু ও প্রীতি। আর ম্যাচটি ৯-০ গোলে জিতে যায় ছোটনের শিষ্যরা।
চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে আগামী ১১ নভেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।