কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন আমাদের: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে বলে ঘোষণা দিয়েছেন। শহরটি থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। এ ঘটনাকে আজ শনিবার ইউক্রেনের ‘অসামান্য বিজয়’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি লেখেন, ‘স্পেশাল ইউনিটের সদস্যরা ইতিমধ্যে শহরে অবস্থান নিয়েছেন।’ ভিডিওতে জনসাধারণের সঙ্গে সেনাদের জড়ো হওয়া অবস্থায় দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা জয়ী হচ্ছি। তবে যুদ্ধ অব্যাহত আছে।’

universel cardiac hospital

আজ শনিবার কম্বোডিয়া যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ প্রসঙ্গে বলেন, ‘এটি একটি বিশাল মুহূর্ত! এটি ইউক্রেনীয়দের অবিশ্বাস্য দৃঢ়তা ও দক্ষতার ফল, যার প্রতি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের নিরলস এবং ঐক্যবদ্ধ সমর্থন ছিল।’ কম্বোডিয়ার আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা।

শেয়ার করুন