জি-২০ সম্মেলনে এবার বিশ্বনেতাদের ‘গ্রুপ ছবি’ হচ্ছে না যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ সম্মেলনে রাশিয়া উপস্থিত থাকলে ‘গ্রুপ ছবি’ তুলবেন না বলে জানিয়ে দিয়েছেন বিশ্বনেতারা। ইন্দোনেশিয়ার বালিতে আগামী মঙ্গলবার থেকে এ সম্মেলন শুরু হবে। এতে রাশিয়ার উপস্থিতি ‘চরম অস্বস্তির’ কারণ হবে বলে জানিয়েছেন বিশ্বনেতারা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের উদ্বোধনী দিনে বিশ্বনেতাদের একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার ঐতিহ্য অনেক পুরোনো। ছবি তোলার সময় বিশ্বনেতারা একে অপরের কাঁধ ঘেঁষে দাঁড়ান। মঙ্গলবার বালিতে শুরু হতে যাওয়া এবারের সম্মেলনে এমন ছবি তুলতে চান না বিশ্বনেতারা। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির এ সম্মেলনে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

universel cardiac hospital

গত আগস্টে এএফপির প্রতিবেদনে বলা হয়েছিল, পুতিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আয়োজিত সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পুতিনকে ওই সম্মেলনে আসা ঠেকাতে পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে তৎপরতা শুরু করেছে। গত বৃহস্পতিবার জাকার্তার রুশ দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না।

শেয়ার করুন