রোববার থেকে ঢাকায় বাসে ই-টিকেটিং চালু করবে ৩০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীতে ৩০টা কোম্পানি ই-টিকেটিং পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে পুরো ঢাকা শহরে ৬০টি কোম্পানি এ পদ্ধতি চালু করবে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরো ঢাকা জেলায় ই-টিকেটিং পদ্ধতি চালু হবে।

শনিবার (১২ নভেম্বর) নগরীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে রাজধানী ঢাকার গণপরিবহন ই-টিকেটিং পদ্ধতি চালু বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মালিকরা ঘরে বসে তার ইনকাম জানতে পারবে। ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ পদ্ধতি চালু করা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে ই-টিকেটিং একটি কার্যকর পদ্ধতি। এটা একটা ভালো উদ্যোগ।

শেয়ার করুন