মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকল সিনেট

আন্তর্জাতিক ডেস্ক

ক্যাথরিন কর্টেজ মাস্টো

যুক্তরাষ্ট্রের নেভাদায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হলো ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলে জো বাইডেনের ডেমোক্র্যাট দল নেভাদায় জয় পেয়েছে।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এই জয়ের মধ্য দিয়েই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল।

universel cardiac hospital

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটে রিপাবলিকানরা পেয়েছে ৪৯ আসন এবং ডেমোক্র্যাটরা পেয়েছে ৫০ আসন। তবে ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১টি আসন।

আগামী ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে রিপাবলিকানরা জিতে গিয়ে আসনপ্রাপ্তি ৫০-৫০ হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্র্যাটরা।

এদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আসন। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন।

মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের জন্যে প্রত্যাখ্যানের সুর থাকে। কিন্তু এবারের নির্বাচনে ব্যাপকভাবে রিপাবলিকান দলের লাল ঢেউ (রিপাবলিকানদের পক্ষে ব্যাপক সমর্থন) ছড়িয়ে পড়ার ধারণা দেওয়া হলেও বাস্তবে তা ঘটেনি। ভোটে জেতা নিয়ে উভয় দলেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

এদিকে প্রতিনিধি পরিষদেও জেতার আশা ছাড়ছে না বাইডেন শিবির। কারণ রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেনের কর্মসূচি বাস্তবায়নে বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন