ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙলেন শাদাব

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভার করতে এসে সফল শাদাব খান। চাপ বাড়ছিল, ফুললেংথে পেয়ে তুলে মারতে গিয়েছিলেন হ্যারি ব্রুক। তবে বল ছিল অফ স্টাম্পের বেশ বাইরে, ঠিক যেভাবে মারতে চেয়েছিলেন হয়নি। ওয়াইড লং অফে ছুটে এসে ভালো ক্যাচ নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। স্টোকসের সঙ্গে ব্রুকের জুটি থেমেছে ৩৯ রানে। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন আফ্রিদি, ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি।

অফ স্টাম্পের বাইরে বেন স্টোকসকে চ্যালেঞ্জ জানিয়ে গেছেন নাসিম শাহ। শেষ বলে কট বিহাইন্ডের রিভিউও নিয়েছিল পাকিস্তান, তবে অন ফিল্ডে দেওয়া মারাই এরাসমাসের নট আউটের সিদ্ধান্ত বদলায়নি।

তিন উইকেট হারানোর পর ব্রুকস-স্টোকসের ব্যাটে চাপ সামাল দিচ্ছিল ইংল্যান্ড। দুজনের সাবধানী ব্যাটিংয়ে জুটিতে উঠেছিল ৩৯ রান। তবে ব্রুকসকে ফিরিয়ে ইংলিশদের সেই প্রতিরোধ ভাঙেন শাদাব খান। ব্রুকস ফিরেছেন ২৩ বলে ২০ রান করে।

১১ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৮২। ৪৮ বলে প্রয়োজন ৫৬ রান। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৬৮ রান। ১০ ওভার শেষে ইংল্যান্ড তুলেছে ৩ উইকেটে ৭৮ রান। ১০ ওভার শেষে ডিএলএস পার স্কোর ৩ উইকেটে ৬৫ রান। ইংল্যান্ড এগিয়ে ১৩ রানে।

পাকিস্তান ও ইংল্যান্ড-দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এর ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।

শেয়ার করুন