কাউকে তালি দেওয়া লুঙ্গি পরতে দেখা যায় না: তথ্যমন্ত্রী

নাটোর প্রতিনিধি

ড. হাছান মাহমুদ
ফাইল ছবি

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এখন আর কাউকে তালি দেওয়া লুঙ্গি ও ছেড়া স্যান্ডেল পরতে দেখা যায় না। হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা কারো জাদুতে হয়নি। বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণে।

আজ মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্রে উন্নয়ন থেমে থাকেনি। দেশ উন্নয়নের গতিতে চলছে। বিএনপির সময় মানুষ থাকার জায়গা পেতো না। এখন প্রধানমন্ত্রী গৃহহীনদের জমিসহ ঘর প্রদান করেছেন।

universel cardiac hospital

তিনি বলেন, বিএনপি কী করেছে? বাংলা ভাইয়ের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের পা ফাঁটা মানুষ আর কখনো বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে না।

শেয়ার করুন