যুক্তরাষ্ট্রে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

ক্রীড়া ডেস্ক

নিহত ডেভিন চ্যান্ডলার, ডি'শন পেরি ও লাভেল ডেভিস জুনিয়র। ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাবেক ইউভিএ ফুটবল খেলোয়াড়ের গুলিতে অন্তত ৩ জন বর্তমান খেলোয়াড় নিহত হয়েছেন। রোববারের (১৩ নভেম্বর) এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে শার্লটসভিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়রকে দ্বিতীয়-ডিগ্রি হত্যার তিনটি অভিযোগে এবং একটি অপরাধের সঙ্গে জড়িত হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ নভেম্বর) জোনসকে স্থানীয় সময় সকাল ১১টার দিকে শার্লটসভিলের হেনরিকো কাউন্টি থেকে আটক করা হয়।

universel cardiac hospital

ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তথ্যানুসারে জোনসের বয়স ২২ এবং সে একজন ফুটবল খেলোয়াড়। পুলিশ হামলার কারণ এখনো জানায়নি।

নিহতরা হলেন ডেভিন চ্যান্ডলার, ডি’শন পেরি ও লাভেল ডেভিস জুনিয়র। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস ই রায়ান জানান, গোলাগুলির ফলে অন্তত ৩ জন মানুষের প্রাণহানি হয়েছে। আরও ২ জন আহত হয়েছেন। যাদের এখন ইউভিএ মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন