জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ সমতুল্য

সম্পাদকীয়

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি । ছবি : সংগৃহীত

জাপান আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের অন্যতম অংশীদারও বটে। তারমানে এই নয় যে, দেশটি আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, সোমবার (১৪ নভেম্বর) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, সেটি অত্যন্ত আপত্তিকর এবং আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমতুল্য; পাশাপাশি এধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। কিন্তু অন্য কোনো দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়। আমি দৃঢ়ভাবে আশা করি, বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হবে।’ আমরা মনে করি, কোনো ধরনের তথ্য-প্রমাণাদি ছাড়া কারো শোনা কথার ওপর ভিত্তি করে একজন রাষ্ট্রদূত এভাবে বক্তব্য রাখতে পারেন না; কাজেই সরকারের পক্ষ থেকে তাঁর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানানো উচিত।

শেয়ার করুন