অনুষ্ঠান বরাদ্দের ৪০ কোটি টাকা ফেরত দেবে আইসিটি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জুনাইদ আহমেদ পলক
জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

চলতি অর্থবছরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য যে বরাদ্দ আইসিটি বিভাগ পেয়েছে, তা থেকে ৪০ কোটি টাকা ফেরত দেবে তারা। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে আইসিটি বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ বিভাগ থেকে ৭৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আইসিটি বিভাগ ব্যয় সাশ্রয়ের জন্য ১৭টি আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় ৪০ কোটি টাকা সাশ্রয় হবে এবং এ টাকা অর্থ বিভাগকে ফেরত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অর্থবছরের বাকি অনুষ্ঠানগুলো বাতিল করলেও জাতীয় দিবস হিসেবে ডিজিটাল বাংলাদেশ দিবস সীমিত পরিসরে আয়োজন হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

universel cardiac hospital

জুনাইদ আহমেদ বলেন, যে আয়োজনগুলো বাতিল করা হয়েছে, সেগুলো এখন না করলে খুব বেশি ক্ষতি হবে না। তা ছাড়া যে আয়োজনগুলো হয়েছে, তা থেকেও ব্যয় সংকোচন হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমগুলো ৫০ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া অন্যান্য কর্মসূচি ও প্রকল্পে কীভাবে ব্যয় সংকোচন করা যায়, তা বিবেচনা করা হচ্ছে।

আইসিটি বিভাগের এ সিদ্ধান্তে সামগ্রিকভাবে সরকারের ব্যয় সংকোচন ও সাশ্রয় নীতিতে ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন