পলাতক ৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চায় এন্টি-টেরোরিজম ইউনিট

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক ৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- আ. রহমান, শিবলী আহম্মেদ, মো. আবু জায়িদ, মো. ইমাদুল আমিন, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ আহবান জানিয়েছে। তবে যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় এটিইউ।

universel cardiac hospital

পলাতক এই ছয়জনকে ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।

এতে আরও বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

শেয়ার করুন