সুনামগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

সুনামগঞ্জে চার দফা দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।

জানা যায়, চার দফা দাবিতে সুনামগঞ্জে দুদিনের ধর্মঘট চলছে। দাবিগুলো হলো- লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারিচালিত অটোরিকশা ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়ন করা।

universel cardiac hospital

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দফা দাবিতে শুক্রবার ও শনিবার দুদিনের বাস ধর্মঘট চলছে সুনামগঞ্জে।

শেয়ার করুন